‘চট্টগ্রাম-১৩ আসনে ধানের শীষের পক্ষে বিএনপি ঐক্যবদ্ধ’

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম-১৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘আমি শৃঙ্খলায় বিশ্বাসী। নির্বাচন সামনে রেখে একটি কুচক্রী মহল দলের অভ্যন্তরে শৃঙ্খলা বিনষ্টের পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পক্ষে আনোয়ারা–কর্ণফুলীর নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ।’

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন। র‍্যালিটি আনোয়ারা কর্ণফুলী টানেলের সংযোগ মোড় থেকে শুরু হয়ে কর্ণফুলীর মিয়ারহাট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে পাঁচ বার মনোনয়ন দিয়েছে। টানা তিনবার বিপুল ভোটে জয়লাভ করে দলকে উপহার দিয়েছি। এবার দল আমাকে যোগ্য মনে করে আবারো মনোনয়ন দিয়েছে। এবারো দলকে জয় উপহার দিব। আগামী জাতীয় নির্বাচনে আনোয়ারা ও কর্ণফুলীতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। এতে জাতীয়তাবাদী পরিবারকে একসাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে দলকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব তার নেতৃত্বে হলে দেশও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুরউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফৌজুল আমীন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আনছার, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম, জাকারিয়া চৌধুরী জকু, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, সাহ্ওয়াজ জামাল নিজাম (সনি), সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ, সদস্য সচিব ফারুক হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ওহিদুল ইসলাম চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, আনোয়ারা জিয়া মঞ্চের সভাপতি এম এম শিবলী নোমানীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top