সীতাকুণ্ডে র‍্যাবের অভিযান ৩টি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) এর অভিযানে ৩টি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার সময় গোপন সংবাদের সূত্রে র‍্যাব ৭ উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগরস্থ নবী মেম্বার বাড়ীর গোয়ালঘরের পাশে ঝোপের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

আজ শুক্রবার রাতে র‍্যাব ৭ এর এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিষয়টি জানানো হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি কালো-খয়েরি, সাদা রংয়ে মিশ্রিত ওড়না কাপড়ে মুড়ানো অবস্থায় ১টি ট্রিগারযুক্ত কালো রংয়ের দু’নালা শুটারগান, ১টি ট্রিগারযুক্ত এক’নলা শুটারগান, ১২ টি সবুজ রংয়ের ১২ বোর কার্তুজ, ১টি দেশীয় ছুরি, ২টি দেশীয় রামদা ১টি লাল রংয়ের বেসবল ব্যাট।

র‌্যাব-৭ জানিয়েছে অস্ত্র উদ্ধার হলেও এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলো সীতাকুণ্ড থানায় জমা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, বৃহস্পতিবার রাতে বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রাম থেকে র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপরে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/দুলু/জেএইচ

Scroll to Top