বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় মশাল মিছিল করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় তারা এ মিছিল করেন।
খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে মিছিলে থাকা রফিক আলম (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রফিক ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ার ছেলে।
জানা যায়, লামা উপজেলায় ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নে গতকাল মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড হারগাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে আওয়ামী লীগ।
মিছিলে নেতৃত্ব দেয় ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক মেম্বার কুতুব উদ্দিন। মশাল মিছিলে ২০/২৫ জন লোক উপস্থিত ছিল। মিছিলে তারা বান্দরবানের মাটি শেখ হাসিনা ঘাঁটি ও ১৩ তারিখ লকডাউন সফল করুনসহ নানা স্লোগান দিতে শোনা যায়।
কুতুব উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড শানকুরপাতা ঝিরির উলামিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় রাতব্যাপী অভিযান চালিয়ে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন







