সীতাকুণ্ডে রেললাইনের পাশ থেকে উদ্ধার অজ্ঞাত বৃদ্ধের লাশ 

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ । বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার কুমিরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিরা স্টেশনের মধ্যবর্তী ঢাকাগামী আপ রেললাইনের ব্রিজের নিচে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধের লাশটি। পরে স্থানীয়রা রেল পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ আশরাফ ছিদ্দিক বলেন, সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকার আপ রেল লাইনের উপর ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মাথায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

চাটগাঁ নিউজ/দুলু/জেএইচ

Scroll to Top