চাটগাঁ নিউজ ডেস্ক : নতুন মোবাইল নিবন্ধন নীতিমালা এবং আমদানি কর নিয়ে বৈষম্যের প্রতিবাদে রাজপথে নেমেছেন এ খাতের সঙ্গে যুক্ত হাজারো ব্যবসায়ী-কর্মী। তারা বলেছেন, নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশে ১ কোটি মানুষ বেকার হয়ে যাবে।
বুধবার (১২ নভেম্বর) নগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি’র ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে তারা একথা বলেন।
সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক প্রজ্ঞাপনে জানায়, আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু করা হবে।
সরকারের দাবি, এই ব্যবস্থা চালু হলে দেশে মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা আমদানি অননুমোদিত ফোনের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ হবে।
অন্যদিকে মোবাইল খাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা বলছেন, এই ব্যবস্থা চালু হলে প্রবাসীদের মাধ্যমে আনা মোবাইল ফোন বিক্রির বাজার, যা ‘গ্রে মার্কেট’ নামে পরিচিত’ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এছাড়া মোবাইল আমদানির ওপর বিদ্যমান ৫৭ শতাংশ কর এবং দেশে তৈরি মোবাইলের ওপর মাত্র সাড়ে ৭ শতাংশ কর নিয়ে বৈষম্যের কারণেও বাজার হারানোর আশঙ্কায় আছেন তারা।
মানববন্ধনে ব্যবসায়ী নেতারা বলেন, ‘বিটিআরসির ঘোষণা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর থেকে বিদেশ থেকে প্রবাসীদের পাঠানো মোবাইলগুলো অচল হয়ে যাবে। অথবা ৫৭ শতাংশ শুল্ক পরিশোধ করে সেগুলো নিবন্ধন করতে হবে। আমদানি করা মোবাইলে ৫৭ শতাংশ কর আর দেশে উৎপাদিত মোবাইলে মাত্র সাড়ে ৭ শতাংশ কর- এ বৈষম্য কেন? কয়েকটি মোবাইল কোম্পানির সিন্ডিকেটের স্বার্থে এ নীতিমালা করা হয়েছে। এই নীতিমালা বাস্তবায়ন হলে বিদেশ থেকে আনা ফোন ব্লক হয়ে যাবে, অথচ অনেক ভালো মানের ফোন সস্তায় দেশে আনে আমাদের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।’
তারা বলেন, ‘এরপর গ্রাহক বিপদে পড়বেন আরো বেশি। একজন গ্রাহক তার ফোন বিক্রি করলে সেটি নতুন ব্যবহারকারীর নামে নিবন্ধন করতে জটিলতা তৈরি হবে। এর ফলে ব্যবহৃত মোবাইলের বাজার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। দেশের লাখ-কোটি ক্ষুদ্র ব্যবসায়ী ও গ্রাহক বিপদে পড়বে।’
মানববন্ধন থেকে মোবাইল খাতে সিন্ডিকেট ব্যবসা বন্ধ করে প্রতিযোগিতামূলক বাজার তৈরি, নতুন এনইআইআর পদ্ধতিকে সীম ও আইএমইআই একসাথে নিবন্ধনের সিদ্ধান্ত বাতিল, পুরনো মোবাইল হস্তান্তর ও ব্যবহার সহজ করাসহ ৭ দফা দাবি তুলে ধরা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন, সহ-সভাপতি রায়হান পারভেজ ও সালাউদ্দিন অপু, যুগ্ম সাধারণ সম্পাদক দীপংকর দত্ত রনি ও খোকন মিয়া, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আকিল রব এবং তামাকুমুণ্ডি লেইন বণিক সমিতির সভাপতি সরওয়ার কামাল, সাবেক সভাপতি আবু তালেব, সহ-সভাপতি মো. সেলিম ও বজলুল রহমান, সমাজকল্যাণ সম্পাদ মোহাম্মদ জসিম উদ্দিন বক্তব্য দেন।
চাটগাঁ নিউজ/এসএ







