পড়া হয়েছে: 123
চাটগাঁ নিউজ ডেস্ক: চন্দনাইশ উপজেলার হারলায় বিয়ে বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দীন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ডেকোরেশনের শ্রমিক বলে জানা গেছে।
নিহত বোরহান উদ্দীন পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকিরপাড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে।
বুধবার (১২ নভেম্বর) উপজেলার হারলা নয়াহাট এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাত ভাই মো. হাশেম। তিনি জানান, নয়াহাট মিজান মিস্ত্রির বাড়িতে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বোরহান। পরে তাকে উদ্ধার করে তাকে মুমূর্ষু অবস্থায় চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন







