ফুটবল খেলার মাঝপথে স্ট্রোকে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে মাঠে নামে বিজয় দত্ত। খেলার মাঝপথে হঠাৎ করেই সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন।

জানা যায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পদ্মপাড়া গ্রামের শিবু মহাজনের ছেলে বিজয় দত্ত (২৯) চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী। প্রাণবন্ত, হাসিখুশি আর খেলাধুলা-প্রেমী এই তরুণ প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলেও বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে মাঠে নামে। খেলার মাঝপথে হঠাৎ করেই সে মাটিতে লুটিয়ে পড়ে।

প্রথমে সহপাঠীরা ভেবেছিল, হয়তো অতিরিক্ত গরম বা ক্লান্তির কারণে মাথা ঘুরে পড়েছে। কিন্তু মুহূর্তের মধ্যেই দেখা যায়, বিজয়ের আর কোনো সাড়া নেই। সবাই মিলে বিজয়কে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়, পরে সেখান থেকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, বিজয় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে।

নিহত বিজয়ের মামাতো ভাই বিধান মিত্র বলেন, বিজয় ছোটবেলা থেকেই খুব প্রাণবন্ত ছিল। সবার মুখে হাসি ফোটাত, কখনো কাউকে কষ্ট দিত না। সকালে ফোনে কথা হয়েছিল ওর সঙ্গে, বিকেলে যে এমন খবর শুনব, ভাবতেই পারিনি। এক মুহূর্তে সব শেষ হয়ে গেল।

নিহত বিজয়ের পিসিতোবাবু কাজল কান্তি দাশ বলেন, সকাল থেকে সে ক্লাস করেছিল। পরে বিকেলে খেলতে যায়। খেলার শেষ পর্যায়ের দিকে হঠাৎ সহপাঠীদের বলতে থাকে, ‘আমার কেমন জানি লাগছে।’ কথাটা বলার পরই সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়, সেখান থেকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলে। কিন্তু শেষ পর্যন্ত আর ফিরল না।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন বলেন, তার এভাবে অকালে চলে যাওয়া আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। গতকাল সন্ধ্যার পর আমি খবর পাই যে, সে মাঠে খেলার সময় লুটিয়ে পড়ে এবং পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top