রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা বাজার এলাকায় ৩২ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
অভিনব কৌশলে জাল নোট চালাতে গিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। এসময় প্রতারণাকাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম মো. আবদুল মোতালেব (৩৮)। রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় তার বাড়ি। তবে তাদের মূল বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে এবং বাবা বনবিভাগের অবসরপ্রাপ্র স্টোরকিপার ছিলেন।
গোচরা ব্যবসায়ী নেতা মো. ইলিয়াস উদ্দিন জানান, বাজারের পূর্বদিকে পৌরসভা মার্কেটের তেলের দোকানের পাশাপাশি বিকাশ ব্যবসায় করেন আবদুল মান্নান নামে এক ব্যক্তি ৷ তার কাছে মোতালেব নামে ওই ব্যক্তি ২০ হাজার টাকা বিকাশ করতে যায়। বিকাশ করার পর জাল নোট ধরিয়ে দিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত স্থান ত্যাগ করতে গেলে দৌড়ে গিয়ে ধরে ফেলেন দোকানদার মান্নান। পরে তার পায়ের সাথে মোজার ভেতরে গুজিয়ে রাখা অবস্থায় সব মিলিয়ে ৩২০০০ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। পরে থানায় খবর দিলে এসআই মো. মিজান এসে তাকে নিয়ে যায় বলে জানান তিনি।
সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/এমকেএন







