রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন!

চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরের পর এবার ধানমন্ডিতে একটি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুনের ঘটনা ঘটেছে। বাসটি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বলে জানা গেছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে ওই বাসে আগুন লাগে। তবে কীভাবে বাসটিতে আগুন লেগেছে, তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটিতে থাকা শিক্ষার্থী, ল্যাব এইড হাসপাতালের কর্মীরা মিলে বাসটির আগুন নিভিয়েছেন।

আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় একটি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন লাগে। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

এদিকে ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কাইয়ুম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। আগুন নেভানোর পর বিস্তারিত জানানো হবে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, আগুন লাগা বাসটি শান্তা মরিয়ম সায়েন্স অ্যান্ড টেকনোলজির। বাস সড়ক থেকে সরিয়ে নিয়েছে পুলিশ। কারা আগুন লাগিয়েছে বা কীভাবে লেগেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এর আগে সোমবার (১০ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে মেরুল বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসে এবং ভোর ৬টা ১৪ মিনিটে শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক নামের একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে বাস দুটির আগুন নেভান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top