বান্দরবানে চুরি হওয়া ১১ ভরি স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবান শহরের বালাঘাটায় এক প্রবাসীর বাড়ি থেকে চুরি হওয়া ১১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. ইদ্রিস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে বান্দরবানের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৭ নভেম্বর বান্দরবান শহরের ২ নং ওয়ার্ডের বালাঘাটা এলাকার প্রবাসী মিনহাজুল আবরার ফয়সালের বাড়ি থেকে ২৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়। পরে পুলিশ অভিযানে নেমে বালাঘাটা এলাকার আশেপাশে ৩টি স্থানে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে চুরি হওয়া ১১ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ বালাঘাটা থেকে মো. ইদ্রিস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

জিজ্ঞাসাবাদে সে স্বর্ণালংকার চুরির কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন জায়গায় মাটির নিচে লুকানো অবস্থায় ১১ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে।

পুলিশ জানায়, এজাহারে ২৭ ভরি স্বর্ণালঙ্কার চুরির কথা উল্লেখ করা হলেও ওই বিষয়টি তারা আরো অধিকতর তদন্ত করে দেখছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top