হাটহাজারীতে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার মধুনাঘাট পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে স্থানীয়রা উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধুনাঘাট এলাকার পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেটে এক মহিলার লাশ ভাসতে দেখে পুলিশেকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে।

মধুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, তিন চার দিনের এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সোমবার (১০ নভেম্বর) সকালে হাটহাজারী পৌরসভার পশ্চিমে পাহাড়ি এলাকার জীননুরাইন মাদ্রাসার পাশে সড়ক থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়৷

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top