চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে। এ সময় ৩ জনকে আটকও করেছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরীহাটের আইয়ুব আলী সওদাগরের বাড়িতে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে।
অভিযান এখনও চলমান রয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর রাতে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে পাঁচজন আহত হয়েছিলেন।
এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজান উপজেলায় একাধিকবার গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় ১৩ ব্যক্তি নিহত হয়েছেন।
চাটগাঁ নিউজ/জেএইচ






