চট্টগ্রামে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু হয়েছে।

রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে নৃশংস এ হত্যার ঘটনা ঘটে।

নিহত আহমেদ হোসেন (৫২) নয়াপাড়া গ্রামের জলিল বক্সের ছেলে। ঘটনার পর তার ছেলে রিয়াদ হোসেন (২৫) পালিয়ে গেলেও রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কলহ বাধে আহমেদ হোসেন ও তার ছেলে রিয়াদ হোসেনের মধ্যে। একপর্যায়ে রিয়াদ ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে বাবার গলার ডান পাশে আঘাত করে বসে। এতে আহমেদ হোসেন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, ছেলে রিয়াদ কিছুদিন আগে বিদেশ থেকে ফিরে আসে। দেশে ফিরে পারিবারিকভাবে বিয়েও করেন। বিয়ের পর থেকেই বাবার সঙ্গে বিরোধ চলছিল। প্রায় এক মাস আগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যায়। শ্বশুরবাড়ি থেকে ফিরে এসে এই হত্যাকাণ্ড ঘটায় সে।

এদিকে ঘটনার পর ঘাতক পুত্র রিয়াদ পালিয়ে গেলেও তাকে রাত আনুমানিক ২টার দিকে বাঁশখালীর পুকুরিয়া চৌমুহনী বাজার থেকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক রিয়াদকে রাত ২টার দিকে বাঁশখালীর পুকুরিয়ার একটি বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। পিতার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top