সিএমপির দুই থানার ওসি রদবদল

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি ও পদায়ন করা হয়। আদেশ অনুযায়ী, বন্দর থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিনকে বদলি করে বাকলিয়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোস্তফা আহমেদকে বন্দর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া বাকলিয়া থানার বর্তমান ওসি ইফতেখার উদ্দিনকে সিএমপির কাউন্টার টেররিজম (সিটি) ইউনিটে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top