সীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা

‎সীতাকুণ্ড প্রতিনিধি: ‎চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় বেলাল হোসেন (৩০) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত  রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে এ ঘটনা ঘটে। বেলাল মীরেরহাট বাজারের দক্ষিন পাশে জয়নাল উকিলের বাড়ির আবুল কালামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাল মানসিক প্রতিবন্ধী হলেও বাজারের নিরাপত্তায় রাতের বেলায় থাকতো অতন্দ্র প্রহরীর মত। মীরেরহাট বাজারের ভিতর দক্ষিণ পাশে একটি ফ্লোরের এর মধ্যে রক্তাক্ত কম্বল মোড়ানো অবস্থায় নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে নিয়ে যায়।

নিহত বেলালের ফুফাতো ভাই জাহাঙ্গীর বলেন, বেলাল হোসেন মানসিক প্রতিবন্ধী ছিল। সে মীরেরহাট বাজারে থাকতো। তাকে কে বা কারা ঘুমন্ত অবস্থায় গাছের টুকরো দিয়ে পিটিয়ে হত্যা করে। তার কোন শত্রু নাই। ধারণা করা হচ্ছে চোরের দল চুরি করতে না পেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। পরে মৃত্যু নিশ্চিত করে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়।

‎মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম বলেন, বেলাল মানসিক প্রতিবন্ধী। রাতের বেলা বাজারেই থাকতো। সারারাত বাজারের মধ্যে হেঁটে হেঁটে চিৎকার করতো। যার কারণে চোর ডাকাত ও মাদক ব্যবসায়ীদের অপকর্ম পরিচালনা করতে সমস্যা হতো। তাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমার ধারণা।

‎সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।  এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে, এখনো আসামি শনাক্ত করা যায়নি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top