চট্টগ্রাম বন্দর বাঁচাতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বাম জোটের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত বন্ধ না হলে নভেম্বরের শেষ সপ্তাহে যমুনা ঘেরাও এবং প্রয়োজনে হরতালের মতো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা।

আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন চত্বরে আয়োজিত গণসমাবেশে কেন্দ্রীয় নেতারা এ ঘোষণা দেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের ৯২ ভাগ আমদানি-রপ্তানি চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়— এটি জাতীয় কৌশলগত সম্পদ। তাই বিদেশি কোম্পানির হাতে বন্দর পরিচালনার সিদ্ধান্ত জাতীয় স্বার্থবিরোধী ও বিপজ্জনক।

বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার বিদেশি স্বার্থে বন্দরের মাশুল ৪১ শতাংশ বৃদ্ধি করেছে, যা দেশের আমদানি-রপ্তানি খরচ বাড়িয়ে সাধারণ মানুষের ওপর চাপ ফেলবে।

বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও জাতীয় সক্ষমতা ও বন্দরনীতি গড়ে তোলা হয়নি, বরং বিদেশি করপোরেটদের হাতে টার্মিনাল হস্তান্তরের চক্রান্ত চলছে। তারা দাবি করেন, চট্টগ্রামের মানুষ বন্দর নিয়ে সাম্রাজ্যবাদী কোনো চক্রান্ত সফল হতে দেবে না।

বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক এড শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সাবেক সভাপতি শাহ আলম, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ(মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণমুক্তি ইউনিয়ন কেন্দ্রীয় আহবায়ক নাসিরউদ্দিন নাসু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশ সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বাসদ(মাহবুব) এর কেন্দ্রীয় সদস্য আয়ুব রানা।

সমাবেশ পরিচালনা করেন সিপিবি জেলা যুগ্ম সম্পাদক নুরুচ্ছফা ভুঁইয়া। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর ভারপ্রাপ্ত সমন্বয়কারী চট্টগ্রাম বন্দর সিবিএর সাবেক সেক্রেটারি শ্রমিকনেতা শেখ নুরুল্লাহ বাহার, সিপিবি জেলা সভাপতি অশোক সাহা,গণমুক্তি ইউনিয়ন জেলা সভাপতি রাজা মিঞা, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়,সাম্যবাদী আন্দোলন জেলা সমন্বয়ক শাহীন মঞ্জুর।

উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এসকে খোদা তোতন, শ্রমিকনেতা মৃণাল চৌধুরী, মসিউদৌল্লা, স্কপের যুগ্মসমন্বয়কারী রিজওয়ানুর রহমান খান।

সমাবেশ শেষে একটি মশাল মিছিল পুরাতন স্টেশন থেকে নিউমার্কেট পর্যন্ত প্রদক্ষিণ করে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top