সেন্টমার্টিনে অবৈধ ট্রলারসহ ১৯ জেলে আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজরের সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৯ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোট তল্লাশি করে ১২ শ মিটার থাই জাল জব্দ করা হয়।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি করে প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ১২ শ মিটার থাই জালসহ ১৯ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top