চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট, নিষিদ্ধ আমাদানি ক্রিম, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল পৌনে ১১টায় বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে তাদের এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দা তাদের গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ এর যাত্রী মোহাম্মদ গিয়াস উদ্দিনকে তল্লাশি করা হয়।
এসময় তার কাছ থেকে ৫ কার্টুন বিদেশি মন্ড সিগারেট, ৬ টি মোবাইল ফোন, ১২টি বিউটি ক্রিম এবং ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়। এসব পণ্যের বাজার মূল্য ৪ লাখ ১ হাজার ৭’শ টাকা। এসব পণ্যের মাধ্যমে সাড়ে ৮৭ হাজার টাকা রাজস্ব আয় করা হয়েছে। আটক যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন







