মনোনয়ন নিয়ে হঠাৎ উত্তপ্ত ফটিকছড়ি, রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ!
মুখোমুখি বাহার-সারোয়ার আলমগীর অনুসারী

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছে। মনোনয়ন বঞ্চিত  কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহারের সমর্থকেরা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় মনোনয়ন পাওয়া সরওয়ার আলমগীরকে নিয়ে কটুক্তি করতেও শোনা গেছে।

আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এসব কর্মকাণ্ড করে বাহার সমর্থকেরা। এতে মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

যদিও এর আগে বিকাল ৩টার দিকে সরওয়ার আলমগীরের সমর্থনে আরেকটি মিছিল বের হয়। দুই গ্রুপের মহড়ার উত্তাপ ছড়িয়ে গেছে সমগ্র ফটিকছড়িতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিবিরহাট দুই নম্বর দলীয় কার্যালয়ের সামনের সড়কে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মী-সমর্থকেরা সড়কে বসে ও দাঁড়িয়ে অবস্থান নেন। সড়কে আটকে পড়ে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন। অনেকে গাড়ি ছেড়ে হেঁটে গন্তব্যে রওনা হন বলেও জানান।

বিক্ষোভকারীদের জানান, কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার ফটিকছড়ি বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতা। চট্টগ্রাম-২ আসনে তাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেওয়া হয়েছে, যা তারা মেনে নিতে পারছে না।

তারা আরও বলেন— যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি একজন ঋণখেলাপি, তিনি উত্তর জেলার রাজনীতি করেছেন। তার কোনো শিক্ষাগত সার্টিফিকেট নেই।

ফটিকছড়ির তৃণমূলের সাথে তার কোনো সম্পর্ক নেই। ফটিকছড়ির একজন হুজুর যিনি অন্য একটি দলের আমির তার চাওয়া অনুযায়ী বিএনপি এই আত্মঘাতি সিদ্ধান্ত নিয়েছে। মনোনয়ন পরিবর্তন করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

এদিকে সরওয়ার আলমগীরের সমর্থকদের দাবি— আজিম উল্লাহ বাহার ২০১৮ সাল থেকে বিএনপি করেন। তার দুই ভাই শিবিরের ত্রাস হিসেবে গণধিক্কিত। যারা এখন বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণ করছে। বিগত সময়ে বাহার আওয়ামী লীগের সাথে মিলেমিশে রাজনীতি করেছেন। যার কারণে তার বিরুদ্ধে একটি মামলাও নেই। তাছাড়া আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক থাকায় তার স্ত্রীর চটপটির দোকানের নামে ২৩৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত করেছেন। তিনি দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে তার পছন্দের লোকদের দিয়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি করেছেন।

এ বিষয়ে কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার বলেন, বিক্ষোভ সম্পর্কে তার জানা নেই। এটি নেতাকর্মীদের আবেগের বহিঃপ্রকাশ। আমি তাদের রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছি। আমি কারো বিষোদগার করতে চাই না।

অন্যদিকে মনোনয়নপ্রাপ্ত সরওয়ার আলমগীর বলেন, ফটিকছড়িতে অনেক যোগ্য প্রার্থী আছেন। আমরা তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন সেটিই মানব। ফটিকছড়ির মনোনয়নপ্রত্যাশীরা সবাই ওয়াদাবদ্ধ ছিলেন। ফটিকছড়িতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top