চট্টগ্রামে আলোচিত বাবলা হত্যা ও গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৬

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এছাড়া চালিতাতলী ও রাউজানে পৃথক গোলাগুলির ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও ৪ জনকে।

আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে র‍্যাব-৭ এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে র‍্যাবের বিশেষ দল চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‍্যাব জানায়, বাবলা হত্যা মামলায় গ্রেফতার হওয়া দুইজন হলেন মো. আলাউদ্দিন ও মো. হেলাল। মামলার পরই র‍্যাব-৭ অভিযানে নামে। অন্যদিকে রাউজানের গোলাগুলির ঘটনায় অভিযুক্ত ইশতিয়াক চৌধুরী অভিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বাবলা হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চালিতাতলীতে প্রতিবন্ধী অটোরিকশাচালককে গুলি এবং রাউজানের গোলাগুলির ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে সরোয়ার হোসেন বাবলাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। একইদিন রাত ৯টার দিকে রাউজানের বাগোয়ান এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন।

পরে গতকাল বৃহস্পতিবার নগরীর চালিতাতলী এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালককেও গুলি করা হয়। সবমিলিয়ে আতংকের জনপদ হয়ে উঠেছে চট্টগ্রাম।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top