পড়া হয়েছে: 123
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের খাতুনগঞ্জ এলাকায় তিন পাইকারি প্রতিষ্ঠানে ক্ষতিকর রং মেশানো নকল মুগ-ডাল বিক্রির দায়ে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।
একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং ক্ষতিকর এবং খাদ্যদ্রব্যে ব্যবহার নিষিদ্ধ কেমিক্যাল হাইড্রোজ দিয়ে মিষ্টান্ন তৈরি করাই একটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
চাটগাঁ নিউজ/এসএ






