পড়া হয়েছে: 237
মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৩টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানাধীন পানিরছড়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন







