৫৯ বছরে এসেও সিক্স প্যাক সালমান খানের

বিনোদন ডেস্ক: সালমান খান দেখিয়ে দিচ্ছেন যে ফিটনেসের ক্ষেত্রে বয়স কেবল একটি সংখ্যা। কেরিয়ারের শুরু থেকেই ফিটনেস দিয়ে একটা পুরো প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি। শুধু তাই নয়, বরুণ-অর্জুনদের মতো তারকারাও, ফিটনেসের হাতেখড়ি করেছিলেন ভাইজানের থেকেই। আর ৫৯ বছরে এসেও অভিনেতা আরও একবার বুঝিয়ে দিলেন, তিনিই সেরা!

সোমবার ওয়ার্কআউট পরবর্তী একটি ছবি শেয়ার করেছেন সালমান। সেখানে তার সিক্স প্যাক নিন্দুকদের মুখ বন্ধ করানোর জন্য যথেষ্ট। ক্যাপশনে তিনি লেখেন, ‘কিছু পেতে গেলে, কিছু ছেড়ে দিতেই হয়। তবে এটা কিছু না ছেড়েই…।’

সালমানকে এভাবে দেখে রীতিমতো বাকরুদ্ধ তার অনুরাগীরা। একজন লেখেন, ‘এই কারণেই সালমান খান ওজি! বডিবিল্ডিং-এর আইকন’। আরেকজন লেখেন, ‘৫৯ বছরেও একটা মানুষ কী করে এতটা ফিট থাকতে পারে’! তৃতীয় মন্তব্যটিতে লেখা, ‘একটা মানুষ বিগত ৩৫ বছর ধরে এটা করে আসছেন, আর কোনোরকম স্টেরয়েড ছাড়াই’।

সালমান খানকে শেষবার দেখা গিয়েছিল ‘সিকব্দার’ ছবিতে। এরপর তাকে দেখা যাবে ব্যাটেল অফ গলওয়ান সিনেমাতে। বর্তমানে তিনি বিগ বস ১৯-এর সঞ্চালনা করছেন। কয়েক সপ্তাহ আগে কাজল ও টুইঙ্কল খান্নার টক শো ‘টু মাচ’-এ আমির খানের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে নিজের অসুস্থতা ট্রাইজেমিনাল নিউরালজিয়া নিয়ে মুখ খোলেন তিনি। এই রোগে মুখের স্নায়ুতে যন্ত্রণা শুরু হয়। অভিনেতা এর আগে সেই ব্যথার বর্ণনা দিয়ে বলেছিলেন, ‘যখন ব্যথা শুরু হত, তখন মনে হত এমন দুর্ভাগ্য যেন আমার সবচেয়ে বড় শত্রুরও না হয়।’

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top