পড়া হয়েছে: 4
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম আদালত এলাকা, প্রশাসনিক ও বিচারিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী থেকে বিচারক সকলেই আদালতে যাবার পথে এবং বের হবার পথে পড়েন বিপাকে। কারণ আদালতে ওঠার রাস্তা যেন পরিণত হয়েছে হকারদের অলিখিত রাজত্বে।
ফল বিক্রেতা থেকে শুরু করে শুঁটকি বিক্রেতা, কাপড়ের ভাসমান দোকান থেকে যৌন উত্তেজক ঔষধ বিক্রি সবই চলে সড়কের দুই পাশ দখল করে। এছাড়া যত্রতত্র বাইক ও কার পার্কিং রাস্তায় সৃষ্টি করে যানজট। শহরজুড়ে এতোকিছুর অভিযান হলেও এখানে এসব অবৈধ দোকান, হকার ও পার্কিং উচ্ছেদে নেই কোনো পদক্ষেপ।
বিস্তারিত সিপ্লাস টিভিতে…………………………………..
চাটগাঁ নিউজ/আব্বাস/জেএইচ






