আনোয়ারায় দম্পতিসহ তিন মাদক কারবারি আটক

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় দম্পতিসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া ইউসুফের বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১০৯৬ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৮৭ হাজার ৫০৪ টাকা, মোবাইল ফোন ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- বরুমছড়া ইউনিয়নের পূর্বপাড়া এলাকার আবু সৈয়দের পুত্র মো. নুর হোসেন (৩৩), মো. নুর হোসেনের স্ত্রী সানোয়ারা বেগম (২৫) এবং নবী হোসেনের পুত্র আবদুল গফুর (২৭)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

সেনবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে দুপুর সাড়ে ১টায় আটক তিনজনকে জব্দকৃত মালামালসহ আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, সেনাবাহিনী কর্তৃক তিনজন মাদক কারবারিকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top