আয়ারল্যান্ড সিরিজের টেস্ট দল ঘোষণা বিসিবির

ক্রীড়া ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার ওই সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।

দলে আছেন ওয়ানডে এবং টি-২০ ফরম্যাটে বাজে সময় পার করা ব্যাটার জাকের আলী। তিনি ৬ টেস্টের ১১ ইনিংসে চারটি ফিফটি করেছেন। ‘এ’ দলের এশিয়া কাপের দলে থাকায় মাহিদুল ইসলাম অঙ্কন নেই দলে।

পেস বোলিং বান্ধব দল দিয়েছে বাংলাদেশ। চার পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও খালেদ আহমেদকে রাখা হয়েছে দলে। স্পিন আক্রমণে তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজের সঙ্গে আছেন হাসান মুরাদ।

টপ অর্ডারের ব্যাটিং বিবেচনায় সাদমান ইসলাম আছেন। তিনি টেস্টে রান পাচ্ছেন। তার সঙ্গী হিসেবে মাহমুদুল হাসান জয়কে রাখা হয়েছে। তিনি অবশ্য খুব একটা ভালো করছেন না। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ১৪ ইনিংসে কোন ফিফটি নেই তার। তাকে সুযোগ দিতে বাদ দেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে।

বাংলাদেশ ১১ নভেম্বর সিলেটে সিরিজের প্রথম টেস্ট খেলবে। সব ঠিক থাকলে মুশফিকুর রহিম ওই টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন। ম্যাচে নামার আগে মুশফিক এনসিএলের দ্বিতীয় রাউন্ডে সেঞ্চুরি করেছেন।

বাংলাদেশের টেস্ট দল: নাজমুল শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন, হাসান মুরাদ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top