রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার শান্তির হাট বাজারে মোবাইল কোর্টের অভিযানে পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে ৫টি চাউলের আড়ত ও অটো রাইচমিলকে সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।
অভিযান সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করা চাউল বিভিন্ন জেলার (দিনাজপুর, নওগাঁ ইত্যাদি) নাম ব্যবহার করে প্যাকেটজাত করা হচ্ছিল, যা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে। এ কারণে পাটজাত ‘মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ অনুসারে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোবাইল কোর্ট।
অভিযানকালে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক বাবুল চন্দ্র দাস। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন







