চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনের প্রার্থীদের নাম পড়ে শোনান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেখানে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১০টি আসনের প্রার্থীর নামও জানা গেছে।
হাটহাজারী আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সেই সাথে ঘোষণা দেন বুধবার (৫ নভেম্বর) থেকে হাটহাজারীতে প্রচারণা শুরু করার।
তিনি বলেন, আমি হাটহাজারীর সর্বস্তরের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এ আসনটি আমার নেতা তারেক রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ। হাটহাজারীবাসীর সুখে দুঃখে সবসময় পাশে ছিলাম এবং আগামী দিনেও পাশে থাকার অঙ্গীকার করছি।
যেভাবে শুরু করবেন প্রচারণা
বুধবার মীর হেলাল বাদ জোহর চট্টগ্রাম নগরীর লালদীঘির হজরত আমানত খান (র.) এর মাজার জিয়ারত করবেন। সেখান থেকে বায়েজিদ বোস্তামীর (র.) মাজারে মাগরিবের নামাজ আদায় করে মীরেরহাটের মীর বাড়িতে পারিবারিক কবরস্থানে দাদা-দাদি এবং মুরুব্বিদের কবর জিয়ারত করবেন। এরপর হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা শফী , জুনায়েদ বাবুনগরী, মুফতি ফয়জুল্লাহর কবর জিয়ারত, আল্লামা শেরেবাংলা (র.) এর মাজার জিয়ারত এবং সাবেক এমপি মরহুম ওয়াহিদুল আলমের কবর জিয়ারত করবেন।
এরপর থেকেই হাটহাজারীর মাঠে ঘাটে চষে বেড়াবেন ধানের শীষ প্রতীক নিয়ে।
চাটগাঁ নিউজ/জেএইচ







