চাটগাঁ নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আসলাম চৌধুরী এফসিএ’র পদত্যাগের খবর সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানানো হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসলাম চৌধুরীর মিডিয়া উইংয়ের কর্মকর্তা আবু তাহের বলেন, আসলাম চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেছেন—এমন খবরের কোনো ভিত্তি নেই। তিনি দলের সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, ইনশাআল্লাহ।
বিবৃতিতে আরও বলা হয়, একটি কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে আসলাম চৌধুরীর পক্ষ থেকে।
সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ আসনের সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের অনুরোধ করা হয়েছে যেন তারা ভুয়া তথ্য প্রচারে কান না দেন এবং দায়িত্বশীলভাবে সামাজিক মাধ্যমে আচরণ করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন







