ফ্রিজে রাখা খুলি ২ মাস পর লাগানো হলো চবি ছাত্র মামুনের মাথায়

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। দুর্ঘটনার দুই মাস পর অবশেষে মাথার খুলির অংশটি পুনঃস্থাপন করা হয়।

শনিবার (১ নভেম্বর) অপারেশনের মাধ্যমে এটি প্রতিস্থাপন করা হয়। অপারেশন সফল হওয়ায় বর্তমানে সুস্থ আছেন চবির এই শিক্ষার্থী।

গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ঘটনায় মামুন সহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল। প্রায় দুইমাস পর ওই খুলি প্রতিস্থাপন করা হলো।

পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম জানান, চবিতে সংঘর্ষের ঘটনায় পার্কভিউ হাসপাতালে চিকিৎসা নেওয়া মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

একই হাসপাতালে চবির আন্তর্জাতিক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমও (২৪) সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফেরার অপেক্ষায় রয়েছেন। শিক্ষার্থী ও পার্শ্ববর্তী গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘাতে মামুনের মত গুরুতর আহত হন সায়েমও।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top