পটিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পটিয়া উপজেলার নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ফজিলাতুন্নেছা (২৮)। তিনি মাগুরা জেলার মহেশপুর উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম আলিমুজ্জামান সুজন। স্বামী ও শিশুসন্তানসহ তিনি মাগুরা থেকে বান্দরবানে ঘুরতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্বামীর মোটরসাইকেলযোগে ফজিলাতুন্নেছা ও তাদের শিশুসন্তান নিয়ে বান্দরবান যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়েন ফজিলাতুন্নেছা। মুহূর্তের মধ্যেই বাসটির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক ও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top