মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের।

শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মরগাং গ্রামে ভোলা মেম্বারদের পুরান বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ছোট ভাইয়ের নাম শাহাদাত হোসেন (৩৫)। আর ঘাতক বড় ভাইয়ের নাম আলী হাসান (৪০)। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত বড় ভাই আলী হোসেনকে ওচমানপুর এলাকা থেকে আটক করেছে বলে জানা  গেছে।

স্থানীয়রা জানান, পারিবারিক নানা ইস্যু নিয়ে বড় ভাই আলী হাসানের সাথে নিহত ছোট ভাই শাহাদাত হোসেনের সাথে দীর্ঘ দিনের দ্বন্দ্ব লেগে ছিল। সবশেষ শাহাদাতের মেয়ে শিশু শ্রেণিতে পড়ুয়া সাবিহা সাবরিন মিমির স্কুল ব্যাগে বড় ভাই আলী হাসানের ছেলে রনি বালি ঢুকিয়ে দেয়। এটি নিয়ে দুই ভাই বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

এর এক পর্যায়ে গাছের গুড়ি দিয়ে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে শাহাদাত হোসেন। তাকে উদ্ধার করে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম। তিনি বলেন, খুনের ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top