পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেজাম উদ্দিন (৩৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের পশ্চিম নন্দীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেজাম উদ্দিন একই এলাকার মৃক আব্দুল জব্বার ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, নেজাম উদ্দিন একজন কৃষক। বিদ্যুৎ না থাকার সুযোগে বাড়ির চারপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রজাতীর গাছের ডাল কাটতে উপরে উঠেন। একটি গাছের ডাল কাটার পর অপর গাছে উঠামাত্র বিদ্যুৎ চলে আসে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের উপরেই মারা যায়, পরে স্থানীয়রা মৃত অবস্থায় গাছ থেকে নেজাম উদ্দিনকে নামিয়ে আনেন।

পেকুয়া সদর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু ছালেক জানান, নেজাম উদ্দিন খুবই শান্ত মানুষ। কৃষি কাজ করে সংসার চালায়। বাড়ির উঠানে গাছ কাটতে ওঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top