চাটগাঁ নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হয়েছে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা ‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চায়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ কথা জানান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা বলেন, আমাদের ‘শাপলা কলি’ দেওয়া হলে তা আমরা মানি না। আমরা শাপলা ফুল চাই। শাপলা কলি প্রতীকের তালিকায় যুক্ত করায় আমরা সন্তুষ্ট নই।
শাপলা কলি দেওয়া হলে এনসিপি মেনে নেবেন কি না- এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমাদের যখন প্রতীক দেওয়া হবে, তখন আমরা প্রতিক্রিয়া জানাব। এখনও প্রতীক বরাদ্দ দেয়নি। কিন্তু আমাদের শাপলা দিতে হবে।
এদিকে ইসির প্রতীক তালিকায় পূর্ণাঙ্গ বা ফুটন্ত শাপলার পরিবর্তে ‘শাপলা কলি’ যুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার মতে, এই প্রতীক নির্বাচনের মাধ্যমে এনসিপিকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, এনসিপি কোনও ছোট দল নয়। ইচ্ছে করলে নির্বাচন কমিশন শাপলা দিতে পারত, কিন্তু দেয়নি। যেহেতু তারা কলি দিয়েছে, চাইলে তো শাপলাও দেওয়া যেত। এটি সদিচ্ছার অভাব ও পক্ষপাতমূলক আচরণের উদাহরণ।
চাটগাঁ নিউজ/এসএ







