চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদলকর্মী কর্মী মো.সাজ্জাদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিশেস অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- চান্দগাঁও থানাধীন মীর বাড়ি এলাকার মো. ইব্রাহিমের ছেলে ইউসুফ প্রকাশ হিরন (২৫) ও রিয়াজ করিম (৩৩)। ইউসুফ প্রকাশ হিরন ওই মামলার ৫ নম্বর ও রিয়াজ করিম ১০ নম্বর আসামি।
এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একই মামলায় এজাহারভুক্ত ছয়জনসহ আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, আলোচিত সাজ্জাদ হত্যা মামলায় বিদেশি পিস্তল, তাজা গুলি, গুলির খোসা ও ধারালো বিভিন্ন দেশীয় তৈরি অস্ত্রসহ ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৮ অক্টোবর নিহত সাজ্জাদের বাবা মো.আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন







