চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে হালদা নদী থেকে প্রায় ২০ কেজি ওজনের একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে আজিম ঘাট এলাকায় নদীতে নিয়মিত টহলের সময় পাহারাদার মো. রওশনগীর আলম অর্ধগলিত অবস্থায় মাছটি ভাসতে দেখে উদ্ধার করেন।
রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জেল হোসেন ফাহিমের নির্দেশে মাছটি উদ্ধার করা হয়। পরে রাত ১২টা ১৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি মাছটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির বয়স ছিল আনুমানিক ১১-১২ বছর। মাছটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে অর্ধেকের বেশি পচে যাওয়ায় অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষা করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাছটি একটি পুরুষ মাছ এবং বার্ধক্যজনিত কারণে মারা গেছে।
সুরতহাল শেষে স্থানীয়দের সহায়তায় মৃত মাছটি মাটিচাপা দেওয়া হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন






