প্রিমিয়ারে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে পিটুনি, থানায় সোপর্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর হাজারী লেন এলাকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে এক ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই ছাত্রলীগ নেতার নাম আশিফুল হক (২৫)। তিনি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আইন অনুষদ ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানিয়েছে, আশিফুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। সে সময় কিছু শিক্ষার্থী তাকে চিনে ফেলেন এবং আটক করে মারধর শুরু করেন। তারা ছাত্রলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে জানায় এবং তাকে সোপর্দ করে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার মনির বলেন, সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তাকে ধরে মারধর করার চেষ্টা করে। তবে আমাদের প্রক্টোরিয়াল টিম তাকে রক্ষা করে এবং শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে হস্তান্তর করে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেন, ওই ছাত্রলীগ নেতা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top