নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত হতে প্রায় ৫ কিলোমিটার ভেতরে পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে এটি কক্সবাজার ব্যাটালিয়নের অন্যতম বৃহৎ মাদকবিরোধী সাফল্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৩৪ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৬ মাসে (এপ্রিল ২০২৫ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্যসহ সর্বমোট ৪০ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৩১০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এছাড়াও একই সময়ে ১০ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ৮২১ টাকা মূল্যের সিগারেট, গরু, সার, সিমেন্ট, প্রসাধনী, ঔষধ, জ্বালানী তেল, হার্ডওয়্যার সামগ্রী ও রশদসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করা হয়। সব মিলিয়ে ৫০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ১৩১ টাকার মাদক ও চোরাচালানী মালামাল আটক করা হয় এবং ৯৫ জন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে কক্সবাজার ব্যাটালিয়ন নিয়মিত জনসচেতনতা ও মতবিনিময় সভা আয়োজন করছে। অবৈধ অনুপ্রবেশ, মাইন বিস্ফোরণ প্রতিরোধ, মাদক পাচার রোধে সীমান্তবাসীদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া সীমান্ত এলাকার স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, খেলাধুলার সামগ্রী, দুঃস্থ নারীদের সেলাই মেশিন প্রদান, বৌদ্ধ বিহারে অনুদান এবং মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহযোগিতা প্রদানসহ নানা মানবিক কর্মকাণ্ডও পরিচালনা করছে বিজিবি।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

Scroll to Top