মহেশখালী থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ৩

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী থানা পুলিশের অভিযানে হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক ৩ আসামিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ২ টার সময় প্রেস ব্রিফিং বিষয়টি নিশ্চিত করেছে মহেশখালী থানার পুলিশের ওসি মোহাম্মদ মনজুরুল হক। সোমবার দিবাগত রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছামিরা ঘোনার পশ্চিমে চেইট্যা ঘোনার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানান, আটক কালারমারছড়ার ছামিরা ঘোনার রউসুর পুত্র সন্ত্রাসী তারেক (২৩) দেলোয়ার হোসেন (২৬) ও সালাহ উদ্দিনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা ৩টি দেশীয় তৈরী অস্ত্র, ২টি এলজি ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top