বিএসসির নতুন জাহাজ ‘প্রগতি’র বাণিজ্যিক যাত্রা শুরু

চাটগাঁ নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনে (বিএসসি) যুক্ত হলো আধুনিক প্রযুক্তিনির্ভর আরেকটি জাহাজ— ‘এমভি বাংলার প্রগতি’।

সোমবার (২৭ অক্টোবর) চীনের জিংজিয়াং আন্তর্জাতিক বন্দর থেকে বাণিজ্যিক যাত্রার মাধ্যমে জাহাজটি প্রথম যাত্রা শুরু করেছে। এটি নিঃসন্দেহে দেশের নৌপরিবহন খাতের জন্য একটি বড় অর্জন।

নতুন এই জাহাজটি ৬৩ হাজার ৫০০ টন পণ্য বহনে সক্ষম। এটি দৈর্ঘ্যে ১৯৯ মিটার, প্রস্থে ৩৩ মিটার এবং গভীরতায় ১৮ মিটার। জাহাজটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানদণ্ডে নির্মিত এবং সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আন্তর্জাতিক সমুদ্রপথে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এই প্রসঙ্গে বলেন, ‌‌‌‘এটি বিএসসির পাঁচ দশকেরও বেশি সময়ের ইতিহাসে একটি বড় অর্জন। এমভি বাংলার প্রগতি প্রথম বাণিজ্যিক যাত্রায় রওনা দিয়েছে।’

তিনি আরও জানান, ৩৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে জাহাজটি বিএসসি তার নিজস্ব অর্থায়নে ক্রয় করেছে। এর ফলে সরকারি ও আন্তর্জাতিক পণ্য পরিবহনে প্রতিষ্ঠানটির সক্ষমতা আরও বাড়বে।

নতুন এই জাহাজ থেকে সরকার বছরে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয়ের প্রত্যাশা করছে। জাহাজটি বুঝে নেওয়ার মাত্র চার দিনের মাথায় গত সোমবার থেকে এটিকে হংকংভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, জাহাজটি ভাড়া বাবদ প্রতিদিন ২০ হাজার ডলার বা ২৪ লাখ ৪০ হাজার টাকা আয় করবে বিএসসি।

বিএসসি সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরে বহরে আরও একটি নতুন জাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে, যেখান থেকেও সমপরিমাণ আয় প্রত্যাশা করা হচ্ছে। নতুন এই জাহাজ সংযোজনের ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও শক্তিশালী ও লাভজনক হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নতুন দুটি জাহাজের একটি যুক্ত হওয়ায় বর্তমানে বিএসসি-এর বহরে জাহাজের সংখ্যা বেড়ে ছয়টি হয়েছে। এর মধ্যে তিনটি তেল পরিবহনকারী ট্যাংকার এবং দুটি সাধারণ পণ্য পরিবহনের বাল্ক জাহাজ রয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top