পড়া হয়েছে: 119
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় একটি গ্যারেজ থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে টাইগারপাস বটতলা এলাকার সুমনের গ্যারেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্যারেজের মালিককে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবরে এলাকাবাসী সেখানে জড়ো হয়। পরে গ্যারেজের ভেতর থেকে একটি শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্তি কর্মকর্তাি (ওসি) জানান, গ্যারেজ মালিক সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্যারেজটিতে অবৈধভাবে রেলওয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছিল। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন







