আনোয়ারা এনসিপির যুগ্ম সমন্বয়কারী পদ থেকে দেলোয়ারকে বহিষ্কার

আনোয়ারা প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুগ্ম সমন্বয়কারী পদ থেকে মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি আনোয়ারা উপজেলা শাখা।

সোমবার (২৭ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টি আনোয়ারা উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) মোহাম্মদ নাঈম উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টি আনোয়ারা শাখার প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ জানান, গতানুগতিক ধারার রাজনীতি থেকে বের হয়ে পরিশুদ্ধ ও মাদক সন্ত্রাস ভূমিদস্যু চোরাকারবারী মুক্ত রাজনীতি করতে আমাদের এই পথ চলা৷ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত ক্রমে নোটিশ প্রদান করা হয়েছে।

প্রধান সমন্বয়কারী আরো জানান, আনোয়ারা উপজেলায় এনসিপি’র সাংগঠনিক কর্মকাণ্ডকে শক্তিশালী করতে এবং স্থানীয় জনগণের কল্যাণে দলীয় কার্যক্রমকে নতুন গতি দিতে এনসিপি’র আনোয়ারা উপজেলা শাখার সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটিতে মো. দেলোয়ার হোসেনকে যুগ্ম সমন্বয়কারী পদে দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি দায়িত্ব পেয়ে পার্টির জন্য কাজ না করে উল্টো পার্টির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এছাড়া নবগঠিত কমিটি ও সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। এতে সর্বসম্মতিক্রমে দেলোয়ারকে তার পদ থেকে বহিষ্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণমাধ্যমের বরাতে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে, যা দলের সুনাম ক্ষুণ্ণ করেছে। এমতাবস্থায়, দেলোয়ারের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায়, চট্টগ্রাম আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারী উপস্থিতিসহ অন্যান্য সমন্বয়কারী ও সদস্যদের মতামতের প্রেক্ষিতে মোহাম্মদ দেলোয়ার হোসেনকে দলের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে এতদ্বারা সাময়িকভাবে পদ স্থগিত করা হলো। এই আদেশ আজকের (সোমবার) তারিখ হতে কার্যকর হবে।

একই সাথে, দেলোয়ারকে কেন স্থায়ীভাবে স্থগিত করা হবে না- তার কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে লিখিত ব্যাখ্যা করতে অঞ্চল তত্ত্বাবধায়ক জুবায়ের হাসান আরিফকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top