পেকুয়ায় সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পেকুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উজানটিয়ার রূপেরগুদা স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, আজ দুপুরে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top