এবারই প্রথম চট্টলায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি লড়াই

ফরহাদ সিকদার : তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল এখন বন্দরনগরী চট্টগ্রামে। আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই ম্যাচটি বাংলাদেশের ক্রিকেটে একটি নতুন পরিসংখ্যানগত ইতিহাস রচনা করতে চলেছে।

এই ভেন্যুতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে কখনো মুখোমুখি হয়নি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ফলে আগামীকালকের দ্বৈরথটি এই ভেন্যুতে দুই দলের প্রথম টি-২০ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে রেকর্ডভুক্ত হবে।

চট্টগ্রামের মাঠে এটি প্রথম টি-টোয়েন্টি হলেও, দুই দলের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিকবার লড়াই হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত মোট ১৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ৯টি এবং বাংলাদেশ ৮টি ম্যাচে জয়লাভ করেছে। বাকি ২টি ম্যাচ অমিমাংসিতভাবে শেষ হয়েছে। ফলে শক্তির দিক থেকে দু’দল প্রায় সমান অবস্থানে।

এছাড়া সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে জয়, দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে রোমাঞ্চকর পরাজয়, আর শেষ ম্যাচে রেকর্ড ব্যবধানে জয়। সব মিলিয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতে আত্মবিশ্বাসী অবস্থায় চট্টগ্রামের টি–২০ সিরিজে নামছে দলটি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষেই আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। পরপর দুটি টি–২০ সিরিজকেই আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি–২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

রবিবার সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘সত্যি বলতে, আমি চাই আমাদের খেলোয়াড়েরা এই দুই সিরিজে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ুক। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই যে এ ছয়টা ম্যাচ থেকে আমরা যতটা পিছিয়ে থাকব, ততটাই ভালো।’

কেন এমনটা চান, সেই ব্যাখ্যাও দিয়েছেন টাইগার অধিনায়ক। তার ভাষায়, ‘আমি চাই বোলাররা এমন পরিস্থিতিতে বল করুক, যেখানে তাদের উপর চাপ থাকবে। এসব অভিজ্ঞতাই ভবিষ্যতে আমাদের দলকে আরও পরিণত করবে।’

টি–২০ ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজও ছিল বাংলাদেশের দাপুটে। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। সেই স্মৃতি, সাম্প্রতিক পারফরম্যান্স আর ঘরের মাঠের সুবিধা। সব মিলিয়ে চট্টগ্রাম সিরিজে ফেভারিটের তকমা নিয়েই নামছে বাংলাদেশ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top