চাটগাঁ নিউজ ডেস্ক: তারেক রহমানই আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন।
রোববার (২৬ অক্টোবর) নগরীর ষোলশহর এলজিইডি ভবন অডিটোরিয়ামে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইসলাম ও মুসলমানদের পক্ষে যারা থাকবেন আগামীতে সম্মিলিতভাবে তাদের পক্ষে কাজ করতে হবে। তারেক রহমান ইসলামের পক্ষে সুস্পষ্ট এবং বলিষ্ঠ অবস্থান পরিষ্কার করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক। বিএনপির সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভিন্নমত থাকতে পারে; তবে তারেক রহমান দেশের নেতৃত্বদানের যোগ্যতায় নিজেকে যোগ্য করে এবং ইসলামের সপক্ষে ইতোমধ্যে দীর্ঘসময় নিজেকে গড়ে তুলেছেন।
স্খলনমুক্ত ও নৈতিকতাসমৃদ্ধ একটি আদর্শিক জাতি গঠনের আঁতুড়ঘর হচ্ছে মাদরাসা শিক্ষা। বর্তমানে মাদরাসা শিক্ষার অগ্রগতি ও সাফল্য ঈর্ষণীয়। তাই এ ধারাবাহিকতা রক্ষা করতে মাদরাসা শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা আবশ্যক। সর্বপ্রকার প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে পদদলিত করে মাদরাসা শিক্ষাকে অধিকতর হাইলাইট করতে হবে। এক্ষেত্রে জমিয়াতুল মোদার্রেছীন মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে অহর্নিশ প্রয়াস অব্যাহত রেখেছে।
প্রধান বক্তা বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী বলেন, মাদরাসা শিক্ষকদের মর্যাদার আসনে রাখতে জমিয়াতুল মোদার্রেছীন কাজ করে যাচ্ছে। রাস্তায় নামা ছাড়াই আমরা শিক্ষকদের সব অধিকার আদায় করছি। জাতীয় জীবনে সৎ, যোগ্য, দক্ষ এবং সুশিক্ষিত একটি জাতি গঠন এর আবশ্যকীয়তা থাকলেও তা এখনো গুমরে মরছে। এক্ষেত্রে দেশব্যাপী মাদরাসা শিক্ষা এক ঐতিহাসিক ভূমিকা রেখে আসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এখনো পর্যন্ত ক্ষেত্র বিশেষে মাদরাসা শিক্ষা গুরুত্বহীন। যা জাতীয় উন্নয়ন অগ্রগতির অন্তরায়।
জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম মহানগর সভাপতি জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবদুল আলিম রিজভীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ। বিশেষ অতিথি ছিলেন জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মুহাম্মদ এজহারুল হক। বক্তব্য দেন অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকী, অধ্যক্ষ আল্লামা একরামুল হক, অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দীন, অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমী, অধ্যক্ষ ছালেহ আহমদ আনছারী, অধ্যক্ষ আমির আহমদ আনোয়ারী, অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আলা উদ্দীন আল কাদেরী প্রমুখ।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম স্টেশন রোডস্থ দি এলিনা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে জমিয়াতুল মোদারের্ছীন চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ, মহানগর আওতাধীন সাবেক জমিয়তের নেতৃবৃন্দ ও পীর-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়াতুল মোদারের্ছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন এবং প্রধান বক্তা থাকবেন মহাসচিব প্রিন্সিপাল আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী। সভাপতিত্ব করবেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় চেয়ারম্যান, পীরে তরিক্বত, শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী।
বিকেল ৩টায় চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অডিটোরিয়ামে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ মহানগর ‘শিক্ষিকাদের মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা আবদুল আলীম রিজভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব প্রিন্সিপাল আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী এবং বিশেষ বক্তা থাকবেন জমিয়াতুল মোদারের্ছীনের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক প্রিন্সিপাল সৈয়দ মোহাম্মদ আবু ছালেহ।
চাটগাঁ নিউজ/জেএইচ






