সিভাসুতে ৩ দিনের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) তিন দিনব্যাপী ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. আখতার হোসেন খান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের প্রখ্যাত ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট এবং ইমেরিটাস অধ্যাপক ড. আলাসডেয়ার অ্যালেক্স জে কুক।

স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক এবং সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, আমরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হই, তা কেবল একটি ডিসিপ্লিন বা সেক্টরের দ্বারা সমাধান করা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তন পরিবেশগত ক্ষতি মোকাবিলায় চিকিৎসক, বিজ্ঞানী, মৎস্য বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকসহ সবাইকে একসাথে কাজ করতে হবে।

সিভাসু অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখছে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, সিভাসু যেমন দক্ষ ভেটেরিনারিয়ান তৈরি করছে, তেমনি নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদা মেটাতেও কাজ করছে। এটি সুনীল অর্থনীতি, সামুদ্রিক সম্পদের ব্যবহার এবং টেকসই জলজ চাষ প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি এখন আর শুধুমাত্র একটি একাডেমিক প্রতিষ্ঠান নয়, এটি উদ্ভাবন, ফলিত গবেষণা এবং শিল্পের সাথে ঘনিষ্ঠ অংশদারিত্বের কেন্দ্র হয়ে উঠেছে ।

সভাপতির বক্তব্যে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, বিচ্ছিন্নভাবে কাজ করে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, ইমার্জিং ডিজিজেজ ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে না। এসব সমস্যা সমাধানে সবাইকে একযোগে কাজ করতে হবে। এজন্য আমাদের নলেজ শেয়ার করতে হবে, আইডিয়া শেয়ার করতে হবে এবং নতুন নতুন কোলাবরেশনস করতে হবে।

শেষে পোস্টার প্রেজেন্টেশন ও প্রদর্শনী স্টল উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

এবারের বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক গবেষক অংশগ্রহণ করছেন। তিন দিনের সম্মেলনে ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top