পড়া হয়েছে: 66
চাটগাঁ নিউজ ডেস্ক : অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে হোটেলের খাবার রান্না করাসহ নানা অনিয়মের অভিযোগে নগরের কাজীর দেউড়ির জামান হোটেলকে জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ অক্টোবর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।
বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে হোটেলের খাবার রান্না করা, নাম সর্বস্ব নিম্নমানের ঘি সহ বিভিন্ন ধরনের ফ্লেভার ব্যবহার, যথাযথ ভাবে দ্রব্য মূল্যের সংযোজন ও তালিকা প্রদর্শন না করায় কাজীর দেউড়ির জামান হোটেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ







