চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নারী ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) রাতে ঘটনার শিকার ওই নারী সাতকানিয়া থানায় যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার মো. শওকত (২৫) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা গ্রামের বাসিন্দা। গ্রামে তার একটি ছোট চা-দোকান আছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শওকত ধর্ষণের শিকার দাদির প্রতিবেশী নাতি হয়। সে সুবাধে শওকত প্রায় সময় বৃদ্ধার ঘরে আসা-যাওয়া করত। ঘটনার দিন শনিবার বেলা ১১ টার দিকে দাদি ঘরে পান্তা ভাত খাচ্ছিল। এ সময় শওকত দাদি বলে ডাক দিয়ে ঘরে প্রবেশ করে। দাদি শওকতকে ঘরে আসার কারণ জিজ্ঞাসা করলে সে (শওকত) দাদির মুখ চেপে ধরে খাটের ওপর শোয়াইয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে দাদি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে শওকতকে আটক করে।
পরে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তাকে (শওকত) গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য বৃদ্ধাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘বৃদ্ধার বয়স প্রায় ৭০ বছর। গ্রামের বাড়িতে উনি একাই থাকেন। এক ছেলে পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করেন। বৃদ্ধার বিভিন্ন প্রয়োজনে প্রতিবেশী শওকত মাঝেমধ্যে তাদের বাড়িতে যেত। শনিবার সকাল ১১টার দিকে বাড়িতে গিয়ে সে বৃদ্ধাকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ওই মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।’
এসআই আনোয়ার জানান, আক্রান্ত নারীকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আর গ্রেফতার শওকতকে আজ (রোববার) দুপুরে আদালতে হাজির করা হয়। শওকত দায় স্বীকার করে জবানবন্দি দেওয়ার জন্য পুলিশের কাছে রাজি হলেও আদালতে গিয়ে মত পাল্টে ফেলে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ







