পড়া হয়েছে: 54
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আগুনে একটি মোটরসাইকেল নগদ টাকা, কাপড়, চাল, ধান, হাঁস-মুরগীসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন- মোহাম্মদ হোসাইনের ছেলে মোহাম্মদ কামাল উদ্দিন মাঝি, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ এরশাদ।
বাঁশখালী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত নির্ণয়ে কাজ চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন







