সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর রিয়াজ উদ্দিন (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে টেকনাফ বাহারছড়া কচ্ছপিয়ার মৃত মো. হাসানের ছেলে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে টেকনাফ কচ্ছপিয়ার ফিনিস ভাঙ্গা নৌঘাঁট সংলগ্ন সমুদ্র থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত।

স্থানীয় জেলেরা জানান, বুধবার (২২ অক্টোবর) দুপুরের দিকে সমুদ্র সৈকতে মাছ ধরতে গেলে মাছ ধরার সময় পানির স্রোতে তিনি ভেসে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। একদিন পর

বৃহস্পতিবার ভোরে সমুদ্র সৈকতের বাহারছড়া কচ্চপিয়া সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় জেলে রিয়াজ উদ্দিনের মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top